Posts

Showing posts from August, 2022

কেন এই ছবিটি শবনম ফারিয়ার সবচেয়ে প্রিয়!

Image
  গালে টোল পড়া মিষ্টি হাসির জন্য ভক্তদের কাছে প্রিয় শবনম ফারিয়া। অভিনয়েও নৈপুণ্য দেখাতে জানেন তিনি।নাটকের নিয়মিত অভিনেত্রী বটে, আবার সিনেমায়ও ফুটিয়ে তুলেছেন তার সাবলীল প্রতিভা সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয় ফারিয়া। প্রতিনিয়ত নতুন নতুন ছবি শেয়ার করেন। সেসব ছবিতে মুগ্ধতা খুঁজে পান ভক্তরা। কিন্তু এত এত ছবির ভিড়ে অভিনেত্রীর নিজের প্রিয় কোনটি? উত্তরটা তিনি নিজেই দিয়েছেন। রোববার (২৯ মে) সোশ্যাল মিডিয়ায় কয়েকটি ছবি পোস্ট করেন শবনম ফারিয়া। যেখানে তাকে দেখা গেছে লাল পেড়ে কালো শাড়িতে। খোঁপায় বেঁধেছেন বেলী ফুল। আর ছবিটি তুলেছেন নিজের বাসার বারান্দায়। এই ছবির সব কিছুই ফারিয়ার প্রিয়। সে কথা জানিয়ে অভিনেত্রী লিখেছেন, ‘আমার বাসায় সবচেয়ে প্রিয় জায়গা এই বারান্দা, আমার সবচেয়ে পছন্দের শিল্পীর গানের লাইন তাতে বুনা, তার ওপর কালো আমার সবচেয়ে পছন্দের রঙ, খোঁপায়ও আমার প্রিয় ফুল বেলী আর ছবি দুটো তুলেছেন আমার সবচেয়ে প্রিয় মানুষটি।’ sabnam faria এত প্রিয় যখন ছবিগুলোতে মিশে আছে, সুতরাং সেটা তো সবচেয়ে প্রিয় হবেই। তবে একটা বিপত্তি আছে। ফারিয়া বললেন, “হরমোনাল ইমব্যালেন্সে ভয়াব

মৌলভীবাজার জেলা ছাত্র জমিয়তের কাউন্সিল সম্পন্ন ।। সভাপতি আল আমিন, সম্পাদক মাহদী

Image
  ছাত্র জমিয়ত বাংলাদেশ মৌলভীবাজার জেলার সদস্য সন্মেলন ও কাউন্সিল সম্পন্ন হয়েছে। শনিবার দুপুর ২টায় জেলা জমিয়ত মিলনায়তনে এ কাউন্সিল সম্পন্ন হয়। জেলা ছাত্র জমিয়তের আহবায়ক আবিদুর রহমানের সভাপতিত্বে সদস্য সচিব মুহাম্মাদ মাহদী হাসানের পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা জামিল আহমদ আনসারী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র জমিয়তের কেন্দ্রীয় সভাপতি এখলাসুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জমিয়তের সহ সাধারণ সম্পাদক মুফতি আশরাফুল হক,সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মুফতি জামিল কাসেমী,জেলা যুব জমিয়তের সভাপতি মাওলানা বদরুল ইসলাম,বড়লেখা উপজেলা জমিয়তের শ্রম বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার রহিম উদ্দীন, জেলা ছাত্র জমিয়তের সাবেক সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল আজিজ প্রমুখ। কাউন্সিল সভায় উপস্থিত কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে মোহাম্মদ আল-আমীনকে সভাপতি, মুহাম্মাদ মাহদী হাসানকে সাধারণ সম্পাদক ও হাসান আহমদকে সাংগঠনিক সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন ছাত্র জমিয়তের কেন্দ্রীয় সভাপতি এখলাসুর রহমান।