Posts

Showing posts from September, 2022

লন্ডন পৌঁছেছেন প্রধানমন্ত্রী

Image
  প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার বিকালে লন্ডন স্টানস্টেড আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে তাকে স্বাগত জানাচ্ছেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম -পিএমও রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যানুষ্ঠানে যোগ দিতে লন্ডন পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখান থেকে তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৭তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাবেন। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি চার্টার্ড ফ্লাইট বৃহস্পতিবার সকাল ১০টা ৩৫ মিনিটে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। বিমানটি বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় (স্থানীয় সময় ৪টা ৪৫ মিনিট) লন্ডন স্টানস্টেড আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনার সাইদা মুনা তাসনিম। সফরের দ্বিতীয় দিন আজ কমনওয়েলথ মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড প্রধানমন্ত্রীর সঙ্গে তার অবস্থানকালীন হোটেলে সৌজন্য সাক্ষাৎ করবেন। পরে যুক্তরাজ্যের দক্ষিণ এশিয়া, উত্তর আফ্রিকা, জাতিসংঘ ও কমনওয়েলথ বিষয়কমন্ত্রী লর্ড আহমদ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ কর

৪টি আমের দাম ২৫ হাজার টাকা!

Image
 ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় মসজিদের গাছের এক হালি আম ২৫ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। গত শুক্রবার (৭ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর নিলামের মাধ্যমে আমগুলো বিক্রি করা হয়। শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে বিষয়টি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর এ নিয়ে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। মূলত মসজিদের গাছের আম হওয়ায় এত চড়া দামে আমগুলো বিক্রি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। স্থানীয় সূত্রে জানা গেছে, নাসিরনগর উপজেলার ধরমণ্ডল ইউনিয়নের ছাতিকামলার পাড় এলাকার বায়তুল জান্নাত জামে মসজিদের একটি আমগাছে চারটি আম ধরে। প্রতিটি আমের ওজন প্রায় আধা কেজি। অসময়ে গাছে ধরা এই আম উন্মুক্ত নিলামে তোলার উদ্যোগ নেয় মসজিদ কর্তৃপক্ষ। সে অনুযায়ী শুক্রবার জুমার নামাজের খুতবার পর নিলাম ডাকা হয়। মসজিদে থাকা মুসল্লিরা অনেকটা আগ্রহ নিয়েই ওই নিলামে অংশ নেন। ৫০১ টাকায় নিলাম শুরু হয়। শেষ পর্যন্ত নিলামে এক হালি আমের দাম ওঠে ২৫ হাজার টাকা। শাহ আলম মিয়া নামে এক মুসল্লি আমগুলো কিনে নেন। বিষয়টি নিয় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বায়তুল জান্নাত জামে মসজিদের খতিব মো. ফখরুল ইসলাম জানান, শতবর্ষী মসজিদের গাছে অসময়ে আম ধরেছে। মুসল্লিরা অনেক উৎসাহ নিয়ে

জয়ার মন কাড়ে কলকাতার রান্না, দেশের খাবার পছন্দ না

Image
 সম্প্রতি কলকাতার একটি চ্যানেলকে দেওয়া ভিডিও সাক্ষাৎকারে জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানবলেন, ‘আমার মনে হয় বাংলাদেশে সবজি খুব একটা ভালো রান্না করতে পারে না। মানে ভেজিটেবলস। যেটা কলকাতায় ভীষণ পারে। কলকাতায় এলে আমি আগে সেগুলো খাই। ভালো মাছ খাই। মাছ বাংলাদেশেও আছে। তবে এখানকার প্রিপ্যারেশনটা আমার বেশি ভালো লাগে, মজা লাগে।’ তবে অতীত ও বর্তমান থেকে জানা যায়, বাংলাদেশের রান্না করা খাবারের সুনাম বিশ্বজোড়া। বহু দেশ থেকে মানুষ আসেন বঙ্গদেশের রান্না করা খাবার চেখে দেখতে। বেশ তারিফও করেন। অথচ দেশের মাছ, সবজি রান্না নাকি পছন্দ নয় জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের। তার পছন্দ কলকাতার মাছ আর সবজি রান্না। দেশের খাবার পছন্দ না, জয়ার মন কাড়ে কলকাতার রান্না এদিকে, শুক্রবার (২৪ জুন) কলকাতায় মুক্তি পেতে চলেছে জয়া অভিনীত নতুন সিনেমা ‘ঝরা পালক’। কবি জীবনানন্দ দাশের জীবনাচরণ এই সিনেমা। পরিচালক সায়ন্তন মুখার্জী। এখানে কবি জীবনানন্দ দাশের চরিত্রে অভিনয় করেছেন ব্রাত্য বসু। জয়া রয়েছেন তার স্ত্রী লাবণ্যর ভূমিকায়। এই সিনেমার মুক্তিকে ঘিরে কয়েক দিন ধরে চলছে জোর প্রচারণা। সে কাজে বর্তমানে কলকাতায় রয়েছেন জয়া। সিনেমার প্রচারণা